Al Azhar High School

Cox's Bazar, 4742
Al Azhar High School Al Azhar High School is one of the popular Elementary School located in ,Cox's Bazar listed under High School in Cox's Bazar ,

Contact Details & Working Hours

More about Al Azhar High School

আল আজহার উচ্চ বিদ্যালয় পর্যটন নগরী কক্সবাজার জেলাধীন চকরিয়া থানার সর্ব পশ্চিম ইউনিয়ন এবং বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ মহেশখালী সংলগ্ন, মহেশখালী চ্যানেলের অববাহিকায় গড়ে উঠা প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মন্ডিত এবং অপার সম্ভাবনাময় অঞ্চল বদরখালী ইউনিয়ন। ঐতিহাসিক দিকদিয়ে বয়সে খুব নবীন হলেও কতিপয় উদ্যোগী, ত্যাগী ও মহৎপ্রাণ মানুষের সমন্বিত প্রয়াসে পশু-পাখি ও জলজ প্রাণির বসতস্থল অত্র অঞ্চল আজ হাজারো প্রাণের স্পন্দনে স্পন্দিত। অত্র অঞ্চলের উন্নয়নে, জীবন সংগ্রামে যাদের অবদান এতদাঞ্চলের মাটি ও মানুষ সচেতনভাবে স্বাক্ষ্য দেয় তাদের অন্যতম মরহুম হাজী এজাহারুল হক সিকদারের জৈষ্ঠ্য পুত্র বদরখালী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান মরহুম নূরুল ইসলাম সিকদার ()। মরহুম নূরুল ইসলাম সিকদার অত্র ইউনিয়নের বৃহত্তর দক্ষিণাঞ্চলের অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার মান উন্নয়নে পারিপার্শ্বিক শুভাকাঙ্খীমহলের সহযোগিতায় ১৯৮৭ সালে আল আজহার উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং প্রাতিষ্ঠানিকভাবে ১৯৯০ সালে তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান মহোদযের উপস্থিতে অত্র প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়। পর্যায়ক্রমে অত্র প্রতিষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রাম অনুমোদন লাভ করে।

প্রতিষ্ঠালগ্ন অবধি থেকে সরকারী বেতন-ভাতা ও অনুদানের পাশাপাশি প্রতিষ্ঠাতা পরিবার, দাতা ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে সহযোগিতামূলক অংশগ্রহণ অত্র প্রতিষ্ঠানের চলার পথ সুগম করে আসছে। মূলত বদরখালীর দক্ষিণাঞ্চলের সুবিধা-বঞ্চিত মানুষের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও সারা দেশের সাধারণ শিক্ষার্থীরাও এখানে শিক্ষা গ্রহণের সুযোগ পায়। এটি বর্তমানে কক্সবাজার জেলার চকরিয়া থানার মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ও গৌরবমন্ডিত বিদ্যাপীঠ আল আজহার উচ্চ বিদ্যালয় । এখানে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের পাঠ দান করা হয়। তবে শুধু পাঠ দান করাই স্কুলের একমাত্র উদ্দেশ্য নয়; শিক্ষিত, সৎ ও দেশ প্রেমিক সুনাগরিক গড়ে তোলাও এ প্রতিষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। “শিক্ষা-সংযম-শৃঙ্খলা” হচ্ছে এ স্কুলের নীতিবচন। নিষ্ঠার সাথে এ নীতিসমূহ বাস্তবায়নের লক্ষ্যেই পরিচালিত হয়ে আসছে প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড।

আল আজহার উচ্চ বিদ্যালয় আধুনিক সমস্ত সুযোগ-সুবিধার সমন্বয়ে সুষম, নৈতিক ও শৃঙ্খলাবদ্ধ পাঠদানের মাধ্যমে একটি প্রগতিশীল দেশপ্রেমিক ও এক বিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম নতুন প্রজঞ্জ গড়ার প্রত্যয়ে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী, পরিচালনা পরিষদ অঙ্গিকারাবদ্ধ।

Map of Al Azhar High School